শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

বর্ষণমূখর এক সন্ধ্যায়

বিয়ের আগে দক্ষিণখান এলাকায় বাংলোর মতো এক বাড়ীতে আমি একা থাকতাম।তখন বিদ্যুৎও সেখানে যায়নি।পূরো গ্রামীণ পরিবেশ।সেদিন ছিলো বর্ষণমূখর বৃষ্টির দিন।সারাদিনই ঝড়ো ঝড়ো বৃষ্টিি ঝরছে।আমি দুপুরে খেয়ে কা্ঁথা মোড়ে দিয়ে একটা ঘুম দেই। হঠাৎ এক সময় ড্রয়িং রুমের জানালার পাল্লার নড়ার শব্দে ঘুম ভেঙ্গে যায়।দেখি সন্ধ্যা হয়ে গেছে। ঘর ভর্তি অন্ধকার।দিয়াশলাই জ্বেলে হেরিকেনটা ধরিয়ে নিয়ে জানালার কাছে এগিয়ে যাই।পাল্লাগুলো তখনো বাতাসে দুলছে।বাইরে খেয়াল করে দেখলাম ওপাশে কেউ নেই। নীচে মেঝের উপর তাকাতেই দেখি গন্ধরাজ ফুলের একটি তোড়া পড়ে আছে।ফুল ও পাতাগুলো বৃষ্টির জলে ভেজা এবং পাশে একটা চিরকুট কাগজ,তাতে লিখা- 'শুভ জন্মদিন।' হঠাৎ মনে হলো, আজ আমার জন্মদিন ! আমি ফুলের তোড়া ও চিরকুটটি বিছানার উপর রেখে দরজা খূলে বারান্দায় যাই। আলো আধারিতে বাইরে খু্ঁজে দেখলাম, কোথাও কেউ নেই।রুমে ফিরে চলে আসি- দেখি বিছানার উপর রাখা ফুলের তোড়া ও চিরকুটটি সেখানে নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন