শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

সন্ধ্যার অভিবাদন

মন ভালো লাগছিলো না।বাসা থেকে তাই একাকী হাটতে হাটতে চলে যাই দিয়াবাড়ী।সাদা কা্ঁশফুলের পাশের পথ দিয়ে হাটছিলাম।পড়ন্ত বিকালের নির্মল বাতাসে ফুলগুলি দুলছিলো।ফড়িং প্রজাপতিরা তখনো উড়ছিলো ফুলে ফুলে। লেকের পাড়ে যেয়ে বসে থাকি কতোক্ষণ।দেখলাম,দূর দিগন্তে বৃক্ষরাজির আড়ালে সূর্য ডুবে যাচ্ছে।সন্ধ্যার কি এক আশ্চর্য মায়াবী আলোয় ছেয়ে গেলো দিয়াবাড়ীর আকাশ। মনটা আমার ভালো হয়ে গেলো।আজকের এই হেমন্ত সন্ধ্যার এই ভালোলাগা পাঠিয়ে দিচ্ছি তাই সবার করে, যে যেখানে আছে যে প্রান্তে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন