রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬

আমি তোমার সুধাকর

যাদুকরও আমি সুধাকরও আমি, আমিই তোমার প্রেমিক
তোমার কাছেই আমার প্র্র্রেম হয়েছে লীন,ভেঙ্গেছে হৃৎপিন্ড
উজান থেকে আমি এসেছি তোমার দুই কূূল ভাঙ্গতে
নদীর সব স্রোত যেনো থেমে যায় অকস্মাৎ
মৃত্তিকা ভাঙ্গে নদীর জলে
তোমার উদ্দাম শরীর চেয়েছিলো কোন্ শীতলতার জল 
কোথায় দহন হয় কোন্ শুদ্ধ আগুনে
কোথায় ভাঙ্গে দুই পাড় কোথায় কে কা্ঁদে লোনা জলে।

আমিতো প্রেম নির্মাণ করতে এসেছি
আমিতো ক্ষত করিনি ভ্রুণ,ধ্বংসে মাতিনি তোমার শোভিত বাগানে
যে পুষ্প প্রস্ফুটিত তোমার দেহবল্লরীতে আমিই তার মধুকর
তোমার যতো শ্লেস আশ্লেস লাভা 
যতো হেম যতো স্বেদ জল আমিই করেছি পান
আমিই প্রেমিক,আমিই যাদুকর, আমি তোমার সুধাকর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন