শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬

স্বপ্ন পহরে দেখা সেই মেয়েটি

আমি যখন দূর অরণ্যে শূণ্যতার চোখে খু্ঁজছিলাম কোনো এক মানসীকে,
তখন তুমি  অপেক্ষায় ছিলে তোমারই বাড়ীর আঙ্গিনায়।
তখনো তুমি আমাকে দেখোনি, দেখোনি এক স্বপ্নবাজ তরুণের ঝাকড়া চুল,
যে কবিতা লিখে নিশীথের চন্দ্রপ্রহরে।যে কবিতায় তুমি কখনোই ছিলেনা।

কোনো এক স্বপ্ন পহরে তোমাকে আমি প্রথম দেখলাম,
দেখলাম বাড়ীর দেউটিতে বসে থাকা সেই মেয়েটির কাজল কালো চুল
দেখলাম তার আনত চোখ, দেবী প্রতিমার মতো আ্ঁকা তার দেহখানি
যেখানে শরতের কা্ঁচা রোদ্রের মতো শুভ্র রং ছু্ঁয়ে আছে
দেখলাম এইতো সেই স্বপ্ন দেখা মেয়ে
যাকে আমি খু্ঁঁজেছিলাম স্বপ্ন প্রহরে,আমার সকল দিন রাত্রিতে,আমার সকল কবিতায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন