রবিবার, ২ অক্টোবর, ২০১৬

প্রফুল্ল হয়ে উঠেছে প্রাণ

আজ সকালে চোখ খুলেই দেখলাম হেমন্তের শিশির লেগে আছে শিউলিফুলের পাপড়িতে। ভোরের রোদ্রে ঝিকমিক করছে পূবের আকাশ। বু্ঁনো বন্যতায় প্রকৃতি রঙ ঢালছে অকাতরে। বেগুনি, লাল, গাড়ো সবুজ, হলুদ। এই সব রঙের গভীরতায় আছে এক ভালোবাসার উচ্ছ্বাস। এই জগতের যাবতীয় রঙ ঠিক করে দেয় প্রকৃতি।আমাদের ভালোবাসার রঙ লাল, মৃত্যুর রঙ সাদা বা শোকের রঙ কালো।আজ বিধাতা রোদ্দুর দিয়েছে ঢেলে । অনেকদিন পর পিঠে মিস্টি রোদ লাগছে।কি যে ভালো লাগছে আমার।প্রফুল্ল হয়ে উঠেছে প্রাণ।
। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন