বুধবার, ১২ অক্টোবর, ২০১৬

জীবনের অনন্ত ঝর্ণা

এই ভূলোকের কোথায় হবে আমার গন্তব্য। কোন অরণ্য বনছায়ায় চলতে হবে পথ। কোথায় আছে পাহাড়,নদী, উপত্যাকা। কোথায় সেই সিংহ দুয়ার, জীবনের অনন্ত ঝর্ণাধারা। একাকী নদী তীরে অনহুতের মতো রয়েছি দাড়িয়ে। বেলা পড়ে যাচ্ছে ।বালুচরে কোনো বক,ডাহুক,পানকৌড়ি নেই। শিকারীরা ধনূক হাতে ফিরে গেছে লোকালয়ে। জল জেলেরাও চলে গেছে সন্ধ্যা কুটিরে। মেঘগুলো  ভেসে বেড়ায় দূর নদীর প্রান্তর জুড়ে,।সন্ধ্যা-আকাশ বয়ে আনছে কি অনাস্বাদিত কোনো বার্তা ? কি ঘটতে চলেছে,এই বালুচরবর্তী জনহীন জনপদে।এমন ধূসর সময়তো কখনো আসেনি। নিস্প্রভ রৌদ্রগলি চরাচরে মিলে যাচ্ছে।আধার ধেয়ে আসছে। কেমন নৈঃশব্দ চারদিক।কৃষ্ণ গহবরে কি গন্তব্য ! যেখানে নিঃশেষিত হবে প্রাণ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন