শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬

ভোরের পাখীদের গান

যে পাখী ভোরের গান গেয়ে ঘুম ভাঙ্গিয়ে দেয়,তাকে আর সারাদিন দেখা যায় না।যে শিউলীরা ফুটেছিলো সারারাত তারা ঝরে যায় সকাল হবার আগেই। যে হাস্নাহেনার গন্ধে আকুল হয়েছিলো বাড়ীর প্রাঙ্গন,তা রোদ্র হবার আগেই লীন হয়ে যায়। আবার, অশ্রুর ফো্ঁটার মতো শিশিরও ঝরে এই সকালেই। এইসব দুঃখ বেদনা নিয়েই প্রতিদিন ভোর হয়।সবাইকে প্রভাতী শুভেচ্ছা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন