শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬

নিঃশ্বাসের বাতাস

আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমার ঘুমের নিঃশ্বাস আমি শুনতে পাইনা
আমার নিঃশ্বাসের বাতাসে মাতাল হয় পাশে শুয়ে থাকা মেয়েটির চুল
এলোমেলো চুল তার ওড়ে বসন্তের বাতাসের মতোন।

আমি যখন স্বপ্ন দেখি,স্বপ্ন বিভোরে তখন পাশের মেয়েটিকে জড়িয়ে ধরি
তখন তার আচমকা ঘুম ভেঙ্গে যায়
সে তখন বুঝতে পারে আমার ভালোবাসার প্রগলভতাগুলো।

কখনো আমি জেগে থাকলে তুমি ঘুমিয়ে থাকো
আমি চেয়ে দেখি মৃত্যুর মতো নিঃস্তব্ধ তোমার দু'টি চোখ
জেগে থাকা আমার নিঃশ্বাসগুলো তখন দীর্ঘশ্বাস হয়
উত্তপ্ত বাতাস বেগ পায় সারা ঘরময়,দেখি তোমার চোখের পাপড়ি দুলছে সে হাওয়ায়।

যখন বন্ধ হবে আমার নিঃশ্বাসের বাতাস
যখন হাওয়ায় আর দুলবেনা তোমার চুল
যখন তোমার ঘুম ভেঙ্গে যাবে মুয়াজ্জিনের আযানে
তখন কি তুমি জাগিয়ে তুলতে পারবে আমাকে ? তোমার নিঃশ্বাসের বাতাস দিয়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন