সোমবার, ৩ অক্টোবর, ২০১৬

কৃষ্ণ-গহ্বর

একটানা চেয়ারে বসে কম্পিউটার করতে মন চায়ছে না আজ। টেবিল ছেড়ে ঘরের ছাঁদে আমি চলে যাই । প্রতিরাতের মতো নীচের দিকে না চেয়ে আকাশের দিকে চেয়ে থাকি। যেমন বৃক্ষেরা দাঁড়িয়ে থাকে আকাশের দিকে। দেখি মহাশূন্য, দেখি কোন পথে হয়েছে সুনীল,সুরের নিস্তব্ধতা  কিভাবে জমাট বেঁধে গড়েছে এক একটি আকাশ, জ্বলজ্বলে তারা এবং কৃষ্ণ-গহ্বর। মনটা তখন না থাকে জগতে,না থাকে অন্তরীক্ষে।আমার জীবনের সমস্ত ক্লান্তি, ঘর গেরস্থালি ফিরিয়ে দিতে মন চায় রাতের হাওয়ায় কিংবা ঐ সুদূরে ফুটে থাকা একাকী ধ্রুবতারায়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন