শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

একজন অমরাবতী

ভালোবাসা তুমি রোদ্র মানো না
তুমি বৃষ্টি মানো না,মেঘও মানো না
অমাবশ্যা মনো না,পূর্ণিমা মানো না
আমি যদি বলি নদী তুমি তখন সাগরে যেতে চাও
তুমি জল মানো না,শেওলা ঝিনুক কোনো কিছু না।।

তুমি বললে হয়,আমি বললে হয় না
তুমি যদি প্রেম দাও,তখনই প্রেম হয়
তুমি যদি গ্রীবায় দিক্ষা দাও,তখন কবিতা হয়
তুমি রসতত্ত মানো না,উপমা অনু্প্রাস।

তুমিি ভালোবাসার ব্যাকরণ মানো না
বকুলতলায় ফুল হয়ে ঝরতে চাও,তমি মালা হতে চাও।

আমি যদি বলি প্রেম দাও
তুমি বলো লোমশ বুক পেতে দাও
কোথায় মিললে প্রেম শুদ্ধ হয়
ধারাপাত হয়,তুষারপাত হয়,সে তুমি জানো না
তুমি বিরহ মানো না,রক্ত মানো না
শক্লপক্ষ মানো না,জ্যোৎস্না মানো না।

তুমি মানো প্রেম,তুমি চাও ঘর
তুমি দেখো স্বপ্ন,তুমি চাও সন্তান
তুমি হৃদয় নিমগ্নের স্পন্দন হতে চাও
তুুমি হতে চাও গর্ভবতী,অমরাবতী একজন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন