বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

এই গৃহ এই সন্নাস

 আমি সংসারেই খু্ঁজেছি সুখ,সংসারেই পেয়েছি শান্তি, স্ত্রী সন্তানদেরই করেছি মায়া। এখন এই মায়া ছিন্ন করে চলে যেতে হবে পরপারে। এই যে চলে যাবার ভাবনা, এই যে কষ্ট পাওয়া-  তারচেয়ে যদি সিদ্ধর্থের মতো  প্রথম জীবনেই গৃহ ছেড়ে চলে যেতাম কোনো আশ্রমে, কিংবা ফকির দরবেশদের মতো পড়ে থাকতাম কোনো মাজারে, সেই মনে হয় ভালো হতো। এতো মায়াও করতে হতো না, চলে যাবার এই যে বেদনা তাও পেতে হতো না। ঐখানেই জীবন নিঃশেষিত হতো। ঐখানেই মরে পড়ে থাকতাম । কেউ জানতোও না, কেউ কা্ঁদতোও না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন