বুধবার, ৫ অক্টোবর, ২০১৬

পূজার গান

শিউলির গন্ধ মাখা ভোরবেলায় শরৎ এসে কড়া নাড়ে যখন দরজায় তখন আমাদের গ্রামের হিন্দুদের পূজার উৎসবের কথা মনে পড়ে যায় । সন্ধ্যায় আরতি হতো আর  গান বাজনা হতো অবিরাম। গ্রামোফোন রেকর্ডে বাজতো পূজার হৃদয়কাড়া কিছু গান 'আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে' , আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি', 'কাজল নদীর জলে ভরা ঢেউ' এই গানগুলো । বাঙালির প্রতিদিনের জীবন যাপনে শরৎ আর এইসব শারদীয়া গান যেন এক আশ্চর্য স্বপ্ন আর মায়াবি আলো নিয়ে আসে। আমাদের উৎসবে আর আনন্দে পুজার গানের এই অর্ঘ্য চিরকালীন উষ্ণতায় উজ্জ্বল হোক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন