মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

ফিরে আসবো অলকানন্দায়

 এই পৃথিবীর দিকে মুখ রেখে ভাবি- এখান থেকে চলে গেলেও শতবর্ষ পরে আবার এই মাটিতেই ফিরে আসবো। যে স্বপ্ন ভেঙ্গে যাবে অমোঘ মৃত্যুর মাঝে, সেই ভেঙ্গে যাওয়া স্বপ্ন সাথে নিয়ে আবার আসবো এই ধূলির পৃথিবীতে।তখন দেখতে পাবো কি আবার নন্দনকাননে ফুটে থাকা সেই অলকানন্দা ফুল।দেখতে পাবো কি অলস দুপুরে বাড়ির আঙ্গিনায় বসে আমার জন্য বকুলফুলের মালা গা্ঁথছে কি কেউ ? কিংবা যাকে পেয়েছিলাম সারা জীবনে, ফিরে এসে তাকেই কি আবার পাবো পরজীবনে ? এই শস্যক্ষেত এই নদী এই নীল আকাশ সব কি আগের মতোই থাকবে ?এই লোকালয়ের,পশু পাখি মানুষ বৃক্ষরাজি এসব ফিরে এসে আবার দেখতে পাবো ? নাকি অচেনা কেউ হয়ে যাবো আমি সেই সময়ে!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন