মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬

জীবন এতো ছোটো কেনে

কতো নক্ষত্র ঝরে গিয়েছে।কতো নতূন নক্ষত্র জ্বলে উঠেছে ।কতো জীবন হয়েছে জন্ম,কতো যে হয়েছে মৃত্যু। পৃথিবীর আনত চোখ দেখেছে কতো জীবনেরই জয়গান।আবার কতো মধুময় ক্ষণ সূর্যের আলোয় নিকষ অন্ধকারে মিলিয়ে গেছে।আমি আমার ছোট জীবন নিয়ে মহাকালের এক বা্ঁকে দাড়িয়ে আছি।আমার পাশে ছিলো অনেকেই। আবার চলেও গেছে অনেকে।এই মহাজাগতিক ব্রমাণ্ড বে্ঁচে থাকবে অনাদিকাল ধরে। অথচ আমাকে সময় দিয়েছে ক্ষণকাল। কতো প্রেম,কতো মায়া এখনো পড়ে রয়েছে । সব অপূর্ণ রেখে চলে যেতে হবে । জীবন কেন যে এতো ছোটো। আহা ! 'জীবন এত ছোট কেনে'।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন