সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

হেমাঙ্গ বিশ্বাসের গান

 কাল সন্ধ্যায় পার্কে বকুলতলার পাকায় বসে কয়েক তরুণ গীটার বাজিয়ে গাচ্ছিলো হেমাঙ্গ বিশ্বাসের একটি গান । খুব আনন্দ করে ওরা গেয়ে যাচ্ছিলো গানটি কিন্তু কথাগুলো ছিলো করুণ, সুর ছিলো হৃদয় ছো্ঁয়া।আমি ওদের,গান শুনে  থমকে দাড়িয়ে যাই এবং পাশে যেয়ে বসে শুনি হেমাঙ্গের গানটি।হেমাঙ্গের পরে ওরা নচিকেতার একটি গান গায়। সেটিও ছিলো একটি বিষাদের গান।নচিকেতার গানটি শুনতে শুনতেই ওখান থেকে উঠে চলে আসি।চলতে চলতে ভাবছিলাম-  তরুণগুলো গান গেয়ে আননদ করলো আর তা শুনে মন বিষন্ন হলো আমার। আমার এই বিষন্নতা ঐ তরুণগুলো দেখতেও পেলো না, বুঝতেও পারলো না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন