শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

নীল নীল নীলিমা

কি সুখের জীবন আমার। যেনো কোথাও আমার দায় নেই। এ রকম সুখ ছিলো খেলাঘরের আনন্দ কৈশরে। তারুণ্যে পেয়েছিলাম আরো বেশী উল্লাস।এলোমেলো উন্মূল যৌবনে তোমাকে আমি পেয়েছি।জীবন আমার ভরে গেলো সোনার আলোয়।এই যে তুমি আছো,তোমাকেই দেখি হেমন্তের নীলিমায়,হাটি ঘাসে সকালের শিশিরে।তুমি কখনো গোলাপ হয়ে ফোটো,আমি তার পরিস্ফুটন দেখি।তুমি সন্ধ্যার মৌনতা নও,রাতের নৈঃশব্দও নও।তুমি ঝুম ঝুম তারার শব্দ হয়ে অন্তরে বাজো।তোমার  শরীরের ঘ্রানে মাতাল হয় উত্তরের বাতাস।তাইতো আমি আকুল হই- 'তাই তোমার আনন্দ আমার 'পর, তুমি তাই এসেছ নীচে।আমায় নইলে ত্রিভুবনেশ্বর,,তোমার প্রেম হত যে মিছে।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন