মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

ইন্টারনেট

ইন্টারনেটে কতো ফেক্ ব্যাপারই যে ঘটে, তা যাছাই বাছাই না করে ' আগে ভাং মন্দির !'
কতো ইবলিশ কতো ভূয়া জিনিসই যে পোস্ট দেয়, সেগুলো যাছাই বাছাই না করে ' আগে ভাং দেবী মূর্তি !'
কতো বেজন্মা আছে,অন্য একজনের ছবি দিয়ে ভূয়া আইডি তৈরী করে ভূয়া পোস্ট দেয়, এসবের কোনো যাছাই বাছাই না করে, 'আগে জ্বালাও বাড়ি ঘর !'
হায় এদের বিদ্যা, হায় এদের বিদ্যা বুদ্ধির দৌড় !
অথচ, আমাদের দেশে আইসিটি আইন আছে, সংক্ষুব্ধ হলে যে কেউ এ আইনে মামলা করতে পারে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন