রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬

সূর্যের কাছে

আমি সূর্যকে কাছে টানতে চাই
প্রচন্ড উত্তাপে বুকে জ্বালাতে চাই আগুন
যে আগুন ছড়িয়ে যাবে উ্দ্যানে ধানক্ষেতে
যে আলোয় মেঘ জল হবে,জলে ভরবে নদী
আমি সেই আগুনের পুড়ে খার হতে চাই।
গিরি আগ্নেয়গিরি উপত্যাকা জ্বলবে লেলিহানে
জ্বলবে বৃক্ষ গাছগাছালি বন অরণ্য যতো
আমি সেই দগ্ধতার মতো তোমার প্রেমে
 প্রজ্জ্বলিত হয়ে জ্বলতে চাই অবিরত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন