শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬

তৈলচিত্র

 মৃত্যুর পর আমার লাশ তৈলচিত্র করে রেখে দিও তোমার ঘরে
আমিতো ছিলাম তোমার সুখহীনতার এক অপ্রাণ পুরুষ
আমার লাশ তুমি মমী করে রেখে দিও তোমার শয়ন ঘরে
আমার ষৌবনগুলো ছিলো পোড়া মাটির মতো পুড়ে থাকা গন্ধের
আমার যৌনতাগুলো ছিলো বিদর্ভ্ নগরের অন্ধকারের মতো বিমর্ষ
আমার নির্মোহ ভালোবাসার চোখ তোমার জন্য কে্ঁদেছে বারবার
তোমার উদাসীন শরীর কালো ্আলোয় ঢেকে যেতো চা্ঁদনী রাতে
নিঃশেষিত এই জীবন সায়াহ্নে তুমি অবমুক্ত করো আমাকে
 মৃত্যুর পর আমার লাশ তৈলচিত্র করে রেখো দিও তোমার ঘরে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন