সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬

দোলনচাঁপা

পূর্নিমারাতে রাধা সাদা শাড়ি পড়ে বের হতো।গলায় থাকতো শূচিশুভ্র কূ্ঁচের মালা,খোপায় পড়তো দোলনচা্ঁপা।জ্যোৎস্নার রঙ্গের সাথে সব মিলে যেতো, যেনো তাকে কেউ দেখতে না পায়।দোলনচা্ঁপা ফোটে বর্ষায়,আবার শরৎ হেমন্তেও ফুটতে দেখা যায়।ওর পাপ্ঁড়িগুলো হয় সাদা,গন্ধও দারুণ কাছে টানে।যেমন করে কাছে টানতো রাধা কৃষ্ণকে।
আজ শুক্লা চতূর্দশী চা্ঁদের রাত।সারা বোটানিক্যাল গার্ডেন ঘুরে খু্ঁজেছি দোলনচা্ঁপা,,কোথাও একটি  দোলনচা্ঁপাও পাইনি।আজকের এই Super Moonlit Night কি তবে ব্যর্থ হয়ে যাবে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন