শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

মধ্যরাতের কবিতা

তুমি শোনো আমার কথা,প্রেম নেবে আমার ?
শরীর গে্ঁথে নেবে তোমার শিল্পে,
আমাকে দেনমোহরে বা্ঁধতে চাও ?
তোমার রূপ রূপকথার রূপবানের মতো
আমি দাড়িয়ে তোমার চোখের মায়া দেখি
আমি তোমাকে লিখে রাখি আমার কবিতায়
তুমিতো একসময়ে ছিলে খৈয়ামের রূবাইয়াতে
আমি সরাব শেষ করি,তুমি তখন সাকী হও
তোমাকে যখন ভালোবাসি তখন সীমান্ত মানি না
নো ম্যান্স ল্যন্ড মানি না
তোমাকে তখন শরীর শিল্পে বে্ঁধে রাখি,
তুমি মধ্যরাতের ্প্রেমগুলো আমাকে দিয়ে দাও                                                                                                  তোমাকে আমি শিল্প করে রাখবো  কবিতায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন