শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

আকাশের সমান

জানালা দিয়ে বাগানবিলাসের ফুলগুলো ছু্ঁয়ে নেই ।মুহূর্তেই মন আমার সতেজ হয়ে যায়। এই জানালা দিয়েই একদিন চা্ঁদের আলো তোমার মুখে এসে পড়েছিলো।সেদিন যেনো সব ভালোবাসা ঘরে এসে আছরে পড়লো জ্যোৎস্নায়। আমি কতোবার রাজপথ দিয়ে হেটে গেছি দুপুরের রোদ্রে।মেঘ আর বৃস্টি চেয়েছি কতো,একফোটা জলও সেদিন ঝরেনি। দিনের বেলায় ল্যাম্পপোস্টের নীচে ভিখারীরা বসে থাকেনা,পথগুলো তাই খালি খালি লাগতো। কতোদিন একাকী চলে যেতে চেয়েছি পাহাড়ের উপর, ছু্ঁইতে চেয়েছি মেঘ, ধরতে চেয়েছি আকাশ,কিন্তু পারিনি। আমি পারি কেবল আকাশের সমান  ভালোবাসা তোমাকে দিতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন