বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

এই শহরের মায়া

এই শহরে যৌবনের সেই প্রথম প্রহর থেকে  মায়ায় বে্ঁধে আছি। অট্রালিকার ফা্ঁকে যে চা্ঁদ আমি দেখি,তা আমি দেখেছিলাম জারুল আর বা্ঁশঝারের ফা্ঁক দিয়ে আমাদের গ্রামে।এখানেও নদী আছে, স্বচ্ছ জল আছে,রবীন্দ্র সরোবর আছে। পীচ ঢালা মসৃন পথ আছে। এখানে পথের পাশে ইট সুরকি বালি ফেলে রাখা আছে। ছে্ঁড়া কাগজ বাতাসে উড়ছে। সেই কাগজ থেকেএকটি কাগজ কুড়িয়ে পড়ে দেখো- সেখানে আমার নাম লেখা আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন