সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬

কাগজের নৌকা

অনেক দিন আগের কথা।একদিন দোকান থেকে সাতরঙ্গের সাতটি রঙ্গিন কাগজ কিনে নিয়ে আসি।ঘরের সব দরজা জানালা বন্ধ করে কাগজগুলো দিয়ে সাতটি নৌকা তৈরী করি। জীবনের এক উদ্দাম তারণ্য সময়ে একটি মেয়েকে আমি সাত নামে ডাকতাম,কিন্তু একসময়ে সে নামগুলোতে ডাকার প্রয়োজন ফুরিয়ে যায় ।একটি রঙ্গিন কলম দিয়ে সাতটি নৌকায় সেই সাতটি নাম লিখি। সেদিন ছিলো রর্ষার এক বিকেল।আকাশে মেঘ ছিলো।কোথাও রোদ নেই।আবার বৃস্টিও নেই। কবিদের মতো একটি ঝোলানো ব্যাগে করে নৌকাগুলো নিয়ে চলে যাই বালুর নদীর তীরে।একটি নি্র্জন নদীর কূল বেছে নেই। একটি স্টার সিগারেট ধরাই।মনে পড়ছিলো কি তখন কারো কোনো মুখের কথা ? নদীতে সেদিন স্রোত ছিলো।দমকা বাতাসও বইছিলো। আমি একে একে নাম লেখা কাগজের নৌকাগুলো বালুর নদীর জলে ভাসিয়ে দেই। দেখলাম- প্রবল স্রোতের টানে আর দমকা হাওয়ায় নৌকাগুলো  ভেসে ভেসে অনেক দূর চলে গেলো। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন