বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

স্বপ্নচারিনী

সারাদিনের কর্মশেষে যখন সন্ধ্যা হয়,ক্লান্ত শরীর নিয়ে  ফিরে আসি ঘরে,তখন সন্ধ্যা প্রদীপ জ্বেলে তুমি আলো করে বসে থাকো। আমি এলেই তোমার অপেক্ষাগুলি প্রাণ পেয়ে যায়।আমার ক্লান্তি সব মুছে যায় তোমার ছো্ঁয়ায়।রাতের স্বপ্ন আর তখন স্বপ্নে থাকে না। সব স্বপ্ন ভেঙ্গে পড়ে শয্যায়, তখন তুমি কেবলই হয়ে ওঠো স্বপ্নচারিনী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন