শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

এতো প্রেম,এতো মায়া

আমি থাকবো না তুমি থাকবে না প্রেম থাকবে না স্বপ্ন থাকবে না
আমাদের কোনো অভিজ্ঞান নেই কোনো চিহ্ন নাম নেই
আমরাতো এই ব্রহ্মাণ্ডেই ছিলাম,হেটেছিলাম পথে প্রান্তরে,যমুনার পাড়ে
আমাদের প্রেম দেখেছে উত্তরার আকাশ,দিয়াবাড়ীর কাশবন
আমাদের প্রেম দেখেছে তুরাগ নদীর তীরের বক ডাহুকেরা
বাড়ীর চন্দ্রতলায় কতো পূর্ণিমার আলো শরীরে মেখেছি
আমরা মিশেছি কতো মায়াবী রাতের নিঝুম গহীনেে
এই যে আমাদের এতো প্রেম,এতো মায়া- এর কোনো চিহ্ন থাকবে না !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন