মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

আমিই লিখবো কবিতা যতো

মায়াবতি মেয়ে,পরিপাটি করো তোমার এলোমেলো চুল
পরনের নীলাম্বরীর আ্ঁচলওতো ছু্ঁয়ে ছু্ঁয়ে চলেছে ঘাস
চোখের কাজলও কালি হয়ে আছে চোখে, ভ্রূকুটির সংকেত তাই বোঝা যায়না
মায়াবতি মেয়ে ভালো করে আ্ঁকো তোমার ঠোটের রং
পায়ের ঘুঙ্গুরের শব্দের তাল ঠিক নেই, বেসুর হয়ে আছে কোমলগান্ধার।

মায়াবতি, তুমি এলোমেলো কবিতার পংতিমালার মতো ছন্দহীন
কিভাবে আসবে এই পারিজাতে এই উদ্যানে,কিভাবে শুয়ে দেখবে আকাশ
কিভাবে দেখবে তুমি- কে লুব্ধক, কে কালপুরুষ, কে পরপুরুষ !
মায়াবতি, রাতের শরীরে বাজে তোমার সন্ধ্যা আরতির গান
তুমি তাই হয়ে ওঠো আমারই ধ্রুপদি কবিতার মতো দ্রোপদী একজন
 এই রাত্তিরে আমিই কবিপুরুষ তোমার, আমিই লিখবো কবিতা যতো, যতো গান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন