বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

জীবনে জীবনে

 তুমি আছো জীবন থেকে জীবনান্তরে।দায়টা আমারই ছিলো তোমাকে ভালো রাখার।তা কি পেরেছি আমি ? যে প্রাচূর্যে দেবার কথা ছিলো তা হয়তো পাওনি,কিন্তু দুহাত ভরে তোমাকে ভালোবাসা দিয়ে গেছি। জীবন জুড়ে জড়া,অসুখ,যাতনা এসে হানা দিয়েছে বার বার।আমাদের  সত্ত্বার,মাঝে ভালোবাসাগুলোই রয়ে গেছে।এ জীবনে আর কাউকে নয়- 'তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,. এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা। যেথা আমি যাই নাকো তুমি প্রকাশিত থাকো,. আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা ।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন