বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬

‘বেথেলহেম ফুল’

রাতের রানী ( Night Queen) নিয়ে পৃথিবী জুড়ে বহু কাহিনী বিখ্যাত হয়ে আছে। দু'হাজার বছর আগে বেথেলহেম শহরের এক রাত্রি। শহরের প্রত্যেক বাড়িতে ফুটে আছে রাতের রানী । সবাই ভালোবাসে এই ফুলটিকে।সবাই নিজ নিজ বাড়িতে ফুল ফুটতে দেখে কৌতূহলী হয়ে পাশের বাড়িতে ছুটে যায় জানাতে, গিয়ে দেখে তাদের বাড়িতেও ফুটেছে নাইট কুইন। আরেক বাড়িতে ছুটে যায়,অন্য জন অন্য বাড়িতে। তারা সবাই অবাক ! প্রতিটি বাড়ীতে নাইট কুইন ফুটে আছে। প্রকৃতি কেন এমন অজানা উৎসবে মেতে উঠল কেউ বুঝতে পারলো না। পরে সবাই বুঝতে পারলো, সেই রাতে বেথেলহেমের ঘোড়ার আস্তাবলে জন্ম হয়েছিল এক মহাপুরুষের, তিনি যিশু খ্রিস্ট। বেথেলহেমের সব রাতের রানী (Night Queen) মেতে উঠেছিল প্রভু যিশুর জন্মোৎসবে। এজন্য আজও ‘বেথেলহেম ফুল’ নামে সারা বিশ্বে পরিচিত এই নাইট কুইন !  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন