শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

ক্যামেলিয়া

বাড়ীর আঙ্গিনায় দাড়িয়ে যে আকাশ আজ দেখলাম,সে আকাশ যেনো মৌনতায় কা্ঁদছে।বাগানে যে ক্যামেলিয়া ফুলগুলো হেমন্তের গোলাপ হয়ে ফোটার কথা ছিলো,ওরা তা ফোটে নাই।গোবিন্দগঞ্জের ঐ কালো সাওতাল মেয়েটার কানে আজ আর ক্যামেলিয়া ফুল নেই।এই সুন্দর শ্যামল মাটিতে  নেই আর সেই সোদা গন্ধ।ভেবেছিলাম ক্যামেলিয়ার সুবাস মেখে আজকের দিনটা শুরু করবো,তা আর হলো না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন