বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

নার্গিস

গ্রীক পুরাণের সুদর্শন যুবক নার্সিসাসের প্রেমে পড়ে মায়াময়ী কন্যা ইকো। কিন্তু নার্সিসাস ইকোর প্রেম প্রত্যাখান করে। প্রেমের দেবী  ভেনাসের অভিশাপে এবার নার্সিসাস নিজের প্রেমে পড়েন। বনের মাঝে ঘুরে বেড়াতে বেড়াতে পিপাসার্ত নার্সিসাস হঠাৎ এক ঝরনার সন্ধান পেয়ে আসেন পানি পানের আশায়।আজলা ভরে পানি মুখের কাছে নিতেই সে পানিতে প্রতিবিম্বিত হয় এক অনিন্দ্য সুন্দর মনুষ্য মূর্তি_নার্সিসাসের নিজের মুখশ্রী। সেই অনিন্দ্য সুন্দর রূপ দেখে স্তম্ভিত হয়ে যান নার্সিসাস। কিন্তু কয়েক মুহূর্তেই আঙুলের ফাঁকা দিয়ে আঁজলার পানিটুকু পড়ে যায়। প্রতিবিম্বিত চেহারাটা হারিয়ে যায়। আবার আঁজলা ভরে পানি তোলেন। কিন্তু পানি মুখের কাছে আনতেই আবার সেই নিজেরই মুখশ্রী।এভাবেই নার্সিসাসের আঁজলায় পানি উঠতে থাকে আর পড়তে থাকে, পিপাসার নিবারণে একবিন্দু জলও পৌ্ঁছেনা ঠোঁটে কিংবা জিভে। পিপাসার যন্ত্রণায় প্রেম প্রত্যাখ্যানের পাপে অভিশপ্ত নার্সিসাসের এক কঠিন করুণ মৃত্যু হয়। পিপাসার যন্ত্রণাহত নার্সিসাসের এই মৃত শরীর থেকে প্রকৃতির আশীর্বাদে জেগে ওঠে একটি ফুল। গ্রীক মিথে সেই ফুলের নাম নার্গিস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন