শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬

মুক্তি যুদ্ধের গান


মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কে্ন্দ্র থেকে অনেক সুন্দর সুন্দর দেশাত্ববোধক গান বাজানো হতো, যা রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিতো, আপামর জনগণকেও উদ্বুদ্ধ করতো যুদ্ধে যাবার। সেই রকমই একটি উদ্দীপনামূলক গানের কথা আজ খুবই মনে পড়ছে। যে গানটি এই অস্থির সময়ে সবারই শোনা প্রয়োজন। দুঃখ এই যে সেইসব গানগুলি এখন আর বাজানো হয় না।এবার শোনা যাক সেই গানটি-

আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।
চাষাদের, মুটেদের, মজুরের ।।
গরিবের নিঃস্বের ফকিরের
আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।।
নেই ভেদাভেদ হেথা চাষা আর চামারে,
নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারে।।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ।।
দেশ মাতা এক সকলের।

(শিল্পীঃ রথীন্দ্র নাথ রায়, সুরকারঃ খাদেমুল ইসলাম বসুনিয়া
গীতিকারঃ আলী মহসিন রাজা, বছরঃ ১৯৭১,
পরিবেশনা: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র।)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন