শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

দূর আকাশর তারা

যারা চিরতরে চলে যায় তারা নাকি দূর আকাশে তারা হয়ে জ্বলে থাকে।এরকম অসংখ্য তারা আমি দেখি সন্ধ্যা রাতে,যে তারায় খু্ঁজে বেড়াই বাবা মা'কে। আমরা দু'জন যখন মারা যাবো তখন এমনি করেই কোথাও কোনো আকাশে তারা হয়ে থাকবো।আমাদের ছেলে মেয়েরা অন্তর্জালে বে্ঁধে থাকে, ওরা আমাদের মতো সন্ধ্যার আকাশ দেখেনা।হয়তো খুব কাছের কোনো আকাশে আমরা জ্বলে থাকবো কিন্তু আমাদেরকে ওরা খু্ঁজবেনা,দেখবেওনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন