শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

শত সহস্র দিনের অপেক্ষা

আমার স্বপ্নগুলো এখন আর স্বপ্নে নেই
সহস্র দিনের অপেক্ষার পর আজ পূর্ণতা পেলো প্রেম
আজ এখানে সুখের ঝলক আজ এখানে বইছে আনন্দধারাা
স্বপ্নেও যে চুম্বনগুলো কখনো পাইনি
আজ শত সহস্র চুম্বন যেনো ঝরে পড়ছে কপাল থেকে কপোলে।

আজ আর স্বপ্ন দেখা সেই রাত্রি নেই
যে মধুময় রাতের জন্য শত সহস্র রাত অপেক্ষা করেছিলাম
আজ এই রাতে অপেক্ষাগুলো অনন্ত ভালোবাসা হয়েছে
বঞ্চনার প্রেমগুলো পূর্ণ হলো এই অপার রাতের মহিমায়।

আজ এখানে আর কোনো স্বপ্ন নেই
আজ এখানে কেবল ভালোবাসার জয়োৎসব চলছে
যে প্রেম ছিলো দূর আকাশের মিটিমিটি এক নিস্প্রভ তারা
সে তারা আজ রাতে এখানে পূর্ণিমার চা্ঁদ হয়ে জ্বলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন