সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬

উপত্যাকার সেই মেয়ে

চেঙ্গী ভেলী, চেঙ্গী নদী দুটো নামই অনেক শুনেছি
কেমনই সে নদী কেমনই সে উপত্যাকা ? আমি শুনেছি-
পাহাড় আছে সেখানে, গিরি আছে সেখানে, ঝর্ণা আছে সেখানে,
আমি দেখিনি সে পাহাড়, দেখিনি সেই গিরি, দেখিনি সেই ঝর্ণা,
ঐ ঝর্ণাপাড়ে অরণ্য ছিলো, গাছগাছালি ছিলো, জুম চাষ ছিলো,
চেঙ্গী নদীর পাড়ে একটি গ্রাম ছিলো
সে গা্ঁয়ে এক মেয়ে ছিলো, হরিণীর মতো তার চোখ ছিলো
পরনে তার পিরান ছিলো, পায়ে তার নুপুর ছিলো,
নদীর জলে সে পা ভিজিয়েছিলো,
উপত্যাকায় ঘাস ছিলো,,মাধবীর ঝা্ঁড় ছিলো,
পাখী ছিলো, ভোরের দোয়েল ছিলো, শালিক ছিলো,
সেখানেে নীল আকাশ ছিলো, শ্রাবনের মেঘ ছিলো,
সেখানেও চা্ঁদ উঠতো, সেখানেও পাখী গান গাইতো,
চেঙ্গী ভেলী এখনো আছে, চেঙ্গী নদী এখনো বয়ে চলেছে
উপত্যাকায় অরণ্য আছে,,নদীতে জল আছে,
সেখানে আজো পূর্ণিমা হয় ,আজো বসন্ত আসে,
উপত্যাকার সেই পাহাড়ী মেয়েটা আছে কিনা
 এখনো সেখানে সে থাকে কিনা জানা নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন