বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

সন্ধ্যা মালতী

এই ফুলটি ফোটে সন্ধ্যা বেলায়, তাই ওর নাম সন্ধ্যা মালতী। সারারাত মাতাল করে গন্ধ বিলায়,পরের দিন দুপুরের আগেই সে ঝরে যায়। ফুলটির প্রচন্ড ক্ষমতা আছে দয়িতকে কাছে টানার। তাইতো মেয়েরা  রাতের বেলায় ওকে খোপায় বে্ঁধে রাখতে পছন্দ করে। যেনো - 'ঐ মালতীলতা দোলে পিয়াল তরুর কোলে, পূব হাওয়াতে।' 'আজ সকালে পথে হাটতে হাটতে এক বাড়ীর সামনে ওর দেখা পাই। তখনও সে সতেজ ছিলো, গন্ধও ছিলো রাতের সুবাসের মতোই।তাইতো ওকে ক্যামেরায় বন্দী করে ফেললাম।


1 টি মন্তব্য: