বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

তাদের স্নেহগুলি

 হঠাৎ করেই হাত পা হিম হয়ে আসে। কোনো কাজ হাতে উঠতে চায় না। আকাশের দিকে তাকিয়েও কোথাও ছায়া খু্ঁজে পাই না।শীতল ছায়া দেয়ার মানুষগুলো এখন আর পৃথিবীতে নেই। একে একে চলে গেছেন জননী ও বড়ো দুই বোন।যারা মায়ের আসন থেকে আপন ছায়ায় ঢেকে রেখেছিলো আমাকে।এদের শূণ্যতায় বড়ো একা লাগে।একটু স্নেহ পাওয়ার জন্য মন কাঙ্গাল হয়ে যায়।একটু ছায়ার জন্য প্রাণ আকুল হয়ে থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন