শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

সন্ধ্যার শুভেচছা

 আজকের এই সন্ধ্যায় তুরাগ নদীর তীরে দাড়িয়ে আছি।এই নদীর পাড়ের চরাচরে আধারে ঢেকে যাবে ,এই যে সূর্যাস্ত,এই যে দূরের লাল আভা -এগুলোও একটুপর থাকবেনা।সূর্য ডুবে যাবে,চা্ঁদ উঠবে, সে চা্ঁদ সারারাত আকাশে প্রদীপ হয়ে জ্বলবে। সবাইকে সন্ধ্যার শুভেচছা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন