রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

ঘুম

মানুষ যখন ঘুমিয়ে থাকে সে তখন বুুঝতে পারে সে একটি জগতে আছে।কারণ ঘুমেরও একটি জগৎ আছে,সে জগৎ কিছু স্বপ্ন দ্বারা আচ্ছন্ন থাকে।সে স্বপ্নগুলি বাস্তব ও লৌকিক জীবনের মতোই। যখন ঘুম ভাঙ্গে তখন আমি অন্ততঃ বুঝতে পারি, এতোক্ষণ আমি অন্য একটি জগতে ছিলাম।তেমনি মানুষের মৃত অবস্থারও একটি জগৎ আছে।সেটা অনেকটা ঘুমের মতোই।মৃতের জগৎটা হয়তো গভীর কোনো স্বপ্ন দ্বারা আচ্ছন্ন থাকবে।সে স্বপ্নগুলোতে সে তার প্রিয় মানুষগুলো ও লৌকিক জীবন দেখতে পাবে।পার্থক্য এইটুকুই ঘুমের ঘুম ভাঙ্গে,কিন্তু মৃতের ঘুম আর ভাঙ্গে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন