রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬

তোমাদের পাশে কেউ নেই

সিধু,কানু,চা্ঁদ,ভাইরব এরা এখন সবার কাছে বিস্মৃত নাম।ইতিহাসের পাতায় এদের আত্মত্যাগের কথা লেখা থাকলেও আমরা এদের নাম চিহ্ন ভুলে গেছি।আজ থেকে ১৬০ বছর আগে এদের নেতৃত্বে ইংরেজ শাসক,নীলকর,জমিদার,মহাজন,সুদখোর,এর বিরূদ্ধে এরা সসস্ত্র বিদ্রোহ করেছিলো।এই সিধু কানুদের সাথে যোগ দিয়েছিলো ত্রিশ হাজার সাওতাল সম্প্রদায়ের মানুষ। তাদের সেইদিনের আ্ন্দোলনের সাথে আরো একাত্ম হয়েছিলো কুমার,কামার,ডোম,তেলী,কর্মকার,চামার,মমিন সম্প্রদায়ের গরীব মুসলমান ও গরীব হিন্দু জনসাধারণ।

    গোবিন্দগঞ্জের নির্যাতিত অসহায় এই সাওতাল সম্প্রদায়ের মানুষগুলোর পাশে আজ একজন মানুষও নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন