মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

নয়নতারা

রাস্তার পাশে ঝোপে ঝাড়ে ওরা ফুটে থাকে।কেউ দেখে কেউ দেখেনা।সন্ধ্যা মালতীর মতো পাগলকাড়া গন্ধ ওদের নেই।তাই কেউ ঠিকমতো কাছেও টানতে চায়না।কেন ওর প্রতি এতো অনাদর এতো অবহেলা ? যুগে যুগে কতো প্রেমিক তার প্রেয়সীকে আদর করে ডাকতো নয়নতারা।আজ উত্তরা ১৩ নংসেক্টর লেকের ওয়াকওয়ের পাশে নয়নতারাকে দেখতে পাই।প্রথমে হাত দিয়ে ওকে স্পর্শ করি, তারপর একটি তারা ছি্ঁড়ে ঠো্ঁটে,গালে,চোখে ছু্ঁয়ে দেই। স্পর্শের অনুভুতিগুলি ঠিক প্রেয়সীদের মতোই মনে হলো। সবাইকে সুপ্রভাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন