মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

পথের ধারের ভিকারিনী

উত্তরা ৫নং লেকের ওয়াকওয়ের পাশে এই ভিখারিনী বসে থাকে।মলিন কাপড় পড়ে করুণভাবে চেয়ে থাকে মানুষের দিকে,কেউ দুটো টাকা  তাকে দেয় কিনা।আমি দেখা হলেই পা্ঁচ দুই টাকা দেই।প্রতিদিন এই ভিখারীর শীর্ণ করুণ মুখখানি দেখতে দেখতে কেমন যেনো মায়া জন্মে গেছে, আজ সেই হতশ্রী করুণ মুখের এই ছবিটি তুললাম। আজ আর কোনো ভিক্ষা নয়, আজ এমনিতেই মমতায় তাকে একশত টাকা দিয়ে দেই।মূহূর্তেই তার দুঃখের মুখ খুশীতে ভরে যায়, তার সেই খুশীর ঝিলিক সকালবেলায় লেকের পানিতেও যেনো ঝিলমিল করে উঠেছিলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন