শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

পুরানো জীর্ণ প্রেমকথা

অনেক আগের একটি ঘটনার কথা। বাড়ীতে সেদিন আমি একা ছিলাম, তখন অনেক রাত্রি হইয়াছে। হঠাৎ চিত্ত কেমন যেনো উতলা হইয়া উঠিলো।ভাবিলাম বুকের নীচের কিছু কথা কবিতায় লিখিয়া রাখি কিন্তু লিখিতে পারিলাম না। কোনো শব্দই মনে আনিতে পারিতেছিলাম না। একটি সিগারেট ধরাই, দরজার খিরকি খুলিয়া বাহিরে বারান্দায় চলিয়া যাই। সেদিন ছিলো হেমন্তের কৃষ্ণপক্ষের রাত্রি।চারদিকে ঘুটঘুটে অন্ধকার।আকাশে একটি তারাও দেখিতে পাইলাম না।কেমন যেনো দম বন্ধ হইয়া আসিতেছিলো। হাতের সিগারেটের পোড়া অর্ধেকটা উঠানে ফেলিয়া দিয়া রুমের মধ্যে চলিয়া আসি।টেবিলের উপর ল্যাম্টটি তখনো মিটি মিটি করিয়া জ্বলিতেছিলো। টিনের ট্রাংক হইতে পুরানো ডায়েরীটা বাহির করিয়া, ল্যাম্পের আলোয় পাতা উল্টাইয়া পড়িবার চেস্টা করি কিন্তু পড়িতে পারিলাম না। চোখ ঝাপসা হইয়া আসিতেছিলো। কয়েকদিন পর আমার বিবাহের সানাই বাজিয়া উঠিবে। ভাবিলাম- পুরানো এ জীর্ণ প্রেমকথা ডায়রীর পাতায় রাখিয়া লাভ কি ! কয়েকটি পাতা টানিয়া ছিড়িয়া ফেলিলাম। ছে্ঁড়া টুকরাগুলো জানালা দিয়া বাহিরে ফেলিয়া দেই, অন্ধকারে সে টুকরোগুলো দমকা বাতাসে ধূলোবালিতে হারিয়ে গেলো !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন