শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

তোমার প্রস্থানের পথ

তুমি চলে যেতে চেয়েছো, কিন্তু কেন তুমি চলে যাবে ?
তুমি চলে গেলে এক ফুৎকারে নিভে যাবে ল্যাম্পপোস্টের সব আলো
 করুণ সাইরিন বাজিয়ে হাসপাতালের দিকে ছুটতে থাকবে
মুুমূর্ষ রোগীবাহী সব এ্যাম্বুলেন্সগুলি।

তুমি চলে গেলে মাতালগুলো উল্লাস করবে রাজপথে
রঙ্গিন জলের নহর বইবে মেট্রোপলিটনের স্ট্রীটগুলোতে
শহরের পানশালায় নর্তকীদের নুপুরের নিক্কণ ধ্বনিত হবে                                                                               রাতের বারবনিতারা ফিরে যাবে না ঘরহীন সংসারে।

তুমি কেন চলে যাবে ? কেন রক্তপাত ঘটাও আমার হৃৎপিন্ডে
আমার ভালোবাসার স্বপ্ন দোলায় তুমিতো দুলেছিলে
আজ কেন সেই মায়াবী পর্দা কালো করে নামিয়ে ফেলা
কেন আধারে ঢেকে ফেলতে চাও এই ঝলমলে রাত।

আত্মার আত্মহত্যা যদি তুমি চাও তাও দেবো তোমাকে
তবু তুমি বন্ধ করো,থামিয়ে দাও তোমার এই প্রস্থানের পথ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন