শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

এই প্রেম সেই প্রেম ছিলোনা

আজ এই সন্ধ্যার বাতাস থেকে জেনে নিয়েছি
যে হাওয়া বইছে আজ এখানে
যে গানের সুর ভেসে আসছে পূরবী ঝংকারে
সেই সুর ঝংকার আমার জন্য বাজেনি --
তোমার ফেলে যাওয়া পরিত্যক্ত কাপড় বলে দিচ্ছে
গর্ভধারিণীর আড়ালে যে তুমি
সে তুমি কখনোই আমার ছিলেনা।

এই প্রেম, সেই প্রেম ছিলোনা কস্মিনকালেও
এ ছিলো প্রেমহীনতার উৎসব উৎসব খেলা
প্রেমের আড়ালে ছিলো শূন্য করে দেবার দহন
জ্যোৎস্নার আড়ালে যে উদ্বাস্তু প্রান্তর ছিলো
সেখানে হতো কেবল বেদনাহতদের কান্নার উৎসব।

এই রকম শোকাচ্ছন্ন উৎসবের রাতে --
এই রকম অন্ধকার পথের প্রান্তের উপর
অনিশ্চিত গোপণ রক্ত ক্ষরণের ভিতর
পূর্ব পুরুষদের বিদ্ধ করতে চাইনা কোনো পাপ স্খলনে
আজ এই সন্ধ্যার বাতাস সেই বার্তাই দিয়ে গেলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন