শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

আমার রোদ্রের দিন

এতো ভালোবাসা এতো ভালোলাগা এতো মায়া
ভেবেছিলাম তুমিই আমার সম্পূর্ণ কবিতা হবে,
না হলেনা, তুমি অসম্পূর্ণ হয়েই থাকলে।

এতো পরিচর্যা এতো যত্ন এতো জল ঢালা
তবুও একটি সম্পূর্ণ ফুল হয়ে ফুটতে পারোনি
তুমি অপ্রস্ফূটিত করে রাখলে তোমার পাঁপড়ি।

শ্রাবণের মেঘ সব সরিয়ে দিলাম
শরতের নীল আকাশে সাদা মেঘ উড়ছে
মেঘে মেঘে ভেসে এসে না হতে পারলে জল
না হতে পারলে আমার রোদ্রের দিন।

এতো ভালোবাসা বিশ্বাস হলোনা
বিশ্বাস হলোনা তোমার জন্যই জ্বলে ধূপ আর মোম
মরে গেলে কবরের মাটি ছেনে জানতে পারবে
এই আমি তোমাকে কতো ভালোবেসেছিলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন