শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

দূরের সুবর্ণরেখা

কপালে পড়েছিলে টিপ যেনো লেগে রয়েছিল চাঁদ
পূর্ণিমার আকাশ থেকে
মুখ তোমার আলোয় হেসেছিল
মায়াবী ছোঁয়ায় চুল ছড়িয়ে পড়েছিল পিঠের উপরে
যেনো আদিগন্ত ছায়া পড়েছিল সেখানে
স্থির হয়েছিল তোমার গ্রীবার ভঙ্গি
ভ্রু বেঁকেছিল তৃতীয়া চাঁদের মতো ধনুকের।

চোখ ছিলো চোরাবালি, পৃথিবীর সমস্ত অন্ধকার
এসে ডুব দিয়েছিল সেখানে --
তারপরও ভালোবাসার চিহ্নগুলি খুঁজেছিলাম
দূরের সুবর্ণরেখায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন