শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

নীলাদ্রিতা

মাথার উপরে লক্ষ তারার আকাশ
তারই নীচে তুমি সম্পূর্ণ হয়ে আছো
সম্পূর্ণ হয়ে আছি আমিও --
আছে জোনাকিদের যতো আলো।

নীলাদ্রিতা, তুমি আজ মেঘ
বৃষ্টিও হয়ে যাও কখনও
রোদে ফেরা ফড়িংও হও --
প্রজাপতি উড়ে যায় তোমার কাছে।

রাত বলি আর আকাশ বলি
এই উপত্যকায় আমি আর তুমি
আমাদের জন্যেই এতো সব আয়োজন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন