শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

স্বপ্নের ঘরবাড়ি

 অভিমান ছিলো তার। তাই সে ঘর বাঁধেনি
ভালোবাসা কাঁদলো সেই প্রথম।
সে যে কেঁদে কেঁদে চলে গেলো অচিন দেশে।
ঠিকানাহীন সেই দেশে খুঁজে বেড়ায় স্বপ্নের ঘরবাড়ি।

সেখানে অশ্রু দ্বীপ। ঘুম আসেনা রাত্রি দুপুরে।
তাকে চেয়েছিলো সে আরো বেশী ।
জলে জলে ভেসে গেলো সব স্বপ্ন দেখা।
তারপরে আর কোথাও ঘর বাঁধা হলোনা তার।

নক্ষত্রেরা সব রাত্রি দুপুরে কেঁদে ওঠে
প্রজাপতিরও যাযাবর জীবন হয়
নীলিমার অন্তরালে লুকিয়ে থাকে সব ধ্রুবতারা
যমুনার জলে সব ক্লেদ ধুয়ে মুছতে চায় সে
আবার ভালোবাসতে চায় বসন্তরাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন