সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

এতো জল

আহা! এতো জল এখন আমাদের!
মমতাদি, তোমার কাছে এখন আর জল মাঙ্গতে হয়না
কি সুন্দর তোমার সেই শুকিয়ে যাওয়া মন
জলে ভরেছে তোমারও হৃদয়, কি উদার তুমি!

এখন জল আসছে গঙ্গোত্রী হিমবাহ থেকে
এখন জল আসছে দেবী পার্বতীর আবক্ষ বক্ষ থেকে
গঙ্গা ভাগিরথী উপচে পড়ে এই মরু পদ্মায়।
এখন জল আসছে কৈলাস শৃঙ্গ থেকে
মানস সরোবর হয়ে আমাদের ব্রহ্মপুত্রে আর যমুনায়।
এখন জল আসছে শেভক গোলা গিরি থেকে
আসছে জল দেহাং কালিজানি ভরিয়ে এই তিস্তায়।

এখন জল ছুঁয়ে যায় বঙ্গোপসাগরের উপদ্রুত উপকুল
সুন্দরবনের মোহনায় কুমিররা খায় ডিগবাজী
রূপালী ইলিশরা লাফাচ্ছে মেঘনার কোল জুড়ে
রেল ব্রীজ ভাঙ্গছে, ভাসছে দুইকূল, ডুবছে জনপদ
গরু ছাগল পশুরাও ভেসে যায় বানের তোড়ে।

আহা! এতো জল এখন আমাদের!
মমতা, লক্ষ্মী দিদি আমার!  তুমি কততো মমতাময়ী
তোমাকে নমস্কার।

ছবি : ইন্টারনেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন